শুরু আর শেষের মাঝের সীমাহীন দূরত্ব ,
কখনো অস্পষ্ট কখনো স্পষ্ট অলিগলি ;
কিছুটা ভেজা মাটি আবার কিছুটা পরিপাটি --
সব মিলিয়ে আলো আঁধারি এই পথ ।


শুরুটা কঠিন আর অতিরিক্ত দুর্গম ,
চোখে আছে লক্ষে পৌঁছাবার ক্ষুধা -তৃষ্ণা ।
পায়ে কাদামাটি মেখে চলার বিক্ষিপ্ত আনন্দ --
রোদের ছাউনিতে আবেগে চলেছে এই পথ ।


ঘামের বিন্দু বিন্দু জলকণা প্রতিটি বাঁকের সাক্ষী ;
পায়ের পাতা হিসাব রাখে আর কত পথ আছে বাকি ।
মনকে মুখোশ পরিয়ে বলদের মতো ঘোরানো --
আর চোখের সামনের অজানা সুমদ্রই সেই পথ ।


ক্লান্ত হলেও নিস্তার নেই, আবার এগিয়ে যেতে হয় --
জন্ম থেকে মৃত্যুর এই পথ কেই বা হাত ধরে পার করে দেয় !
কারো পথ লম্বা কারো বা ছোট, সব পথই যেন বৃত্তের পরিধি,
জন্মের পরেই মৃত্যু মাঝে কিছু সিঁড়ি, এটাই তো বিধান বিধির ।


পথ ভাগ হয়েছে আজ, কতনা তার শাখা প্রশাখা  ;
বর্ণ, ধর্ম, ভাষা, সংস্কৃতি, জাতি সব একই মায়ের ভিন্ন সন্তান ।
যখনই একে ওপরের পথ কেটেছে ভরেছে ইতিহাসের পাতা,
লক্ষ্য এক পথ অনেক,ভেবে দেখো তুমি কোন পথে দেবে পাড়ি ।


প্রাচীন পথ আধুনিকতার রঙ মেখে হারিয়েছে তার দিক ;
তাইতো আজ নানা রঙের ফুলঝুরিতে লক্ষ্যভ্রষ্ট কত পথিক ।
একদিন হয়তো গড়িয়ে যাবো নিজের অপেক্ষারত গন্তব্যে --
পথকে কি তখন ভুলে যাবো? না ফিরে যাবো সূচনার সান্নিধ্যে ?