আমি আকাশ ভালবাসি আর ওই শঙ্খচিল,
গুমরানো সে রাতের কাছে আর কত হারবো,
যেখানে অন্ধকার নিরব হেসে প্রশ্ন ছুড়ছে,
আমি আকাশের নাকি শঙ্খচিলের,
আমিও নিরব হেসে প্রশ্ন ছুড়ে দেই,
আমি জিতেছি নাকি তোমার শব্দ ভুল।
নির্বাসন নিয়েছি নিজের কাছে,
অজানায় হেটে যাই পাথর জমিয়ে,
সবটাই ধোঁকাবাজি নিজের সাথে,
কবিতার আসল অর্থ না জেনেই,
ভালবেসে গেলাম কবিতার অর্থ,
তুমি প্রেম জাগিয়েছ নাকি অনর্থ।
ভীষণ মেজাজি ইচ্ছেরা চিরে খায়,
ক্ষুধার্ত শকুনের মুখে বুনো হায়েনা,
কে কার অপেক্ষায় ধরবে বায়না?
কে কবে নিশ্চুপ চোখের জল ফেলবে?
কিংবা প্রিয়জনের সামনে চোখ মেলবে।
প্রিয়জন কি আছে তোমার?
নাকি সবটাই মিছেকান্না?
নাকি তোমার ময়লা আয়নার প্রতিচ্ছবি,
যেখানে রোজ সাজগোজ চলে একাকি।
তুমি আয়নার ভেতরে প্রবেশ করতে চাও?
যেখানে সীমাহীন দুঃখকষ্ট সবটা উধাও?
তুমি ঠিক সিদ্ধান্ত নাও দুঃখ চাও কি না,
আমি জাদুকর সেজে সম্মোহিত করছি,
তুমি চলে যাও আয়না ধরে সোজা পথে,
তুমি সুখের রাজ্যে প্রবেশ করো,
তুমি হয়ে উঠো অনন্য সুখী একজন।
আমি বেশিকিছু চাই না, না চাই না।
শুধু নিয়ম করে রোজ আয়না দেখো,
আমি অপরপ্রান্ত হতে তোমায় দেখবো,
আমি তোমার ললাটে গভীর চুম্বন দেবো,
আয়নায় সংসার করবো তোমার সাথে,
আয়না ভালবাসবো, তোমায় না।
আমি জাদুকর আমি অক্ষম আর?
আমি তোমায় খুঁজে ফিরবো এই পৃথিবীতে?
তুমি অন্য কারো, অন্য আলো, অন্য আয়না,
তোমায় ঘিরে এই ঘরেতে আমার যত বায়না।