আমার ক্লান্ত মনেও ভালবাসাগুলো প্রতিনিয়ত নতুন করে ঘর বাধে,

হিসেবি চিন্তার রাজ্যে সন্তুষ্টি আসবার আগেই টিকটিকি বাধ সাধে।।

আমার বিষণ্ণ মনের দেয়াল গাঢ় নীল রঙের পোস্টারে ঢেকে যাক,

রোজ দেখা স্বপ্নগুলো ঘরের ছাদে মাকড়শার জালে ঝুলে থাক।।

আমার অপরিষ্কার বালিশ মাথায় শান্তির ঘুম নেমে আসুক,

কখনো কখনো অন্ধকার ঘরে পুরো সিগারেট টাই জ্বলে উঠুক।।

আমার গভীর ঘুমে তোমার স্মৃতিগুলো স্বপ্ন হয়ে ফিরে আসুক,

আমার অস্তিত্ব তোমার মনের এককোণে চিনেচিনে ব্যথা হয়েই থাকুক।।