যদি কাক কোকিলের ডিমে তা'দিয়ে বাচ্ছা
ফোটায় ও খাইয়ে বড় করে তোলে,
তার নাম ভালোবাসা।

যদি শীতে ফেটে যাওয়া কৃষকের খর্‌খরে ঠোঁটে
কৃষাণী বধুয়া চুমুর পরশ বুলিয়ে দেয়, তার নাম ভালোবাসা।

যদি টাকার অভাবে ফুল কিনতে না পেরে কোন স্বামী একটি ঘাস ফুলও
তুলে এনে স্ত্রীর চুলের খোঁপায় পরিয়ে দেয়, তার নাম ভালোবাসা।

যদি কোন পিতা চিকচিকে কাগজে মোড়ানো
ললিপপ চকলেট কিনে এনে সন্তানের মুখে পুড়ে চুশেচুশে খাওয়ার সুযোগ করে দেয়,
তার নাম ভালোবাসা।

যদি কোন মা তার নিজের শাড়ির আঁচল দিয়ে বৃষ্টিতে ভিজে যাওয়া সন্তানের মাথা
মুছিয়ে দেয় , তার নাম ভালোবাসা।

যদি কোন কন্যা মায়ের শাড়ি সারা অঙ্গে
কুঁচি দিয়ে পেঁচিয়ে পরে ঘর ময় মাতৃ রূপে ঘুরে বেড়ায়, তার নাম ভালোবাসা।

যদি কোন পুত্র সন্তান বাবার ফুলপ্যান্ট
নিচের দিকে কেটে হাফপ্যান্ট বানিয়ে পরে নিশ্চিন্তে ঘুরে বেড়ায়, তার নাম ভালোবাসা।

যদি কোন স্বামী টিভি তে লাইভ প্রচারিত বাংলাদেশ বনাম পাকিস্তানের হাই ভোল্টেজ
ক্রিকেট ম্যাচ দেখা বাদ দিয়ে স্ত্রীর হাতে রিমোট তুলে দিয়ে বলে –
তুমি তোমার ইচ্ছা মত চ্যানেল ঘুরিয়ে দেখ, তবে তার নাম ভালোবাসা।

যদি কোন হোটেল বয় সারাদিন খাবার বিলি করে এবং পেটে ক্ষুধা থাকা সত্ত্বেও
কোন কিছু লুকিয়ে খেয়ে ফেলে না, তার নাম ভালোবাসা।

যদি কোন আরত ব্যবসার কর্মচারী সুযোগ থাকা সত্ত্বেও ক্যাশবাক্স থেকে একটা টাকাও
পকেটস্থ করে না, তার নাম ভালোবাসা।

এভাবে ভাবতে ভাবতে অনেকে,
অফিসের সময় অতিক্রান্ত হওয়ার ও নিজের কাজ শেষ হওয়ার পরও
অফিসে ঊর্ধ্বতনের উপস্থিতির কারণে অনর্থক অফিসে বসে রয়
এবং যদি সেটাকে ভালোবাসা কয়।
তবে আমি বলি, সেটা ভালোবাসা নয়,
বরং অতি ভালোবাসা।
আর অতি ভালোবাসাকে খাঁটি বাংলায়
ভয় বা চামচামি বলে আখ্যা দেওয়া হয়।