হতাশার অনল নেভেনাকো কভু দীর্ঘশ্বাসে,
জীবনখানা কেবল অনিশ্চয়তার স্রোতে ভাসে,
স্বপ্নের কুঁড়েঘর নড়ে প্রতিকূল বাতাসে
দুচোখ বুঁজে হেরি মেঘাচ্ছন্ন আকাশে-
আজো দেখা দিলনা হায়! শুভ্র-শুভ অগ্রদূত,
বিষাদ সিন্ধুপরী অতলে টানিছে মম পোত।
চরম ব্যর্থতাকে যদি থাকা যেতো ভুলে,
শেষ যদি হতো সব, তলিয়ে অতলে,
ব্যতিক্রমী সঙ্গীত উঠত জীবন বীণার সুরে,
চরম সুখী ভাবতাম নিজেরে ক্ষণিকেরও তরে।