বলেছিলে যবে আর আসবেনা মম গৃহে
মেনে নিয়েছি দারুন কষ্টে নীরবে
প্রশ্ন করিনি কোন,


বলেছিলে যবে আসবেনা তব ফোন
মম মুঠোফোনে আর কখনো, তাও
সয়েছি; প্রশ্ন করিনি- "কেন"।


তবে যতবার স্মরণে এসেছ তুমি
হেরিছি বারংবার সাগ্রহে গৃহদ্বার পানে,
এই বুঝি এসে দাঁড়িয়েছ দ্বারে
মৃদুস্বরে ডাকিছ মোরে সলাজ-অভিমানে।


যতবার বেজেছে রিং মম মুঠোফোনে
ত্বরিত লয়েছি হাতে, হেরিছি হতচকিতে
এই বুঝি ফিরেছে তব মতি,
নিজ কৃত ভুল পেরেছ বুঝতে।


নিষেধ করেছ বলে আমিও চেষ্টা
করিনি যোগাযোগের; তবে অপেক্ষার প্রহর
গুনেছি তব আগমনের, ফোনের; নির্দোষ
বলে দীর্ঘ হয়েছে অভিমানের বহর।


ভুলের প্রাচীর ভেঙ্গে মমতা-শক্তি
যেদিন আঘাত হানবে অভিমান-বহরে,
পুনঃনির্মিত হবে বিশ্বাসের সর্বোচ্চ দালান
সেদিন আন্দোলিত হবে সুখ-সুর- লহরে
জীবন ফের; সেদিনের অপেক্ষায় আজো
তাকিয়ে আছি দ্ধার পানে তৃষিত নয়নে,
আজো মুঠোফোন হাতে নিই অনিবার
জেনে, না জেনে, স্বপনে ও জাগরনে।