আরও একটা বছর পূর্ণ হল ইহ জীবনের,
শুনেছি এ কাল নাকি শস্যক্ষেত্র সে কালের,
যে জীবন শেষ হবেনা, অনন্ত;
ভাবছি তাই কতটুকু পেরেছি ভাল দিয়ে
করতে সমৃদ্ধ এ লৌকিক জীবনকে,
বৃথাই কি কেটেছে এতগুলো বসন্ত!


হয়তোবা ফিরে পাব না আর এ দিনটি
আগামী বছর, থাকবোনা এই ইহে,
হতে পারে চিরতরে এ জীবনের অন্ত।
ক্ষমা চাই সকলের কাছে এ দুনিয়ার
পরিচিত-অপরিচিত, সমস্ত দোষ-ত্রুটি হতে;
স্রষ্টা পানেও এ মিনতি, লজ্জিত অত্যন্ত।


যত দিনই পাই আর, যতটা ক্ষণ,
শপথ নিই আজ- করবোনাকো নষ্ট
জগতের মোহে, রবো দৃঢ় অটল সত্যে,
ভরে তুলব সবুজে-সবুজে আমার জগত-ক্ষেত,
পাহাড় গড়বো ভালো কাজের, এড়াব অনভিপ্রেত,
মানবতার খামারে মনুষ্যত্বের বীজ গাড়ব এ মর্ত্যে।


(১২ অক্টোবর, ২০০১৫ খ্রীস্টাব্দ, জন্মদিনে)