চে‌য়ে‌ছিলাম প্রজাপ‌তির ম‌তো হ‌তে,
উ‌ড়ে-উ‌ড়ে সবার মা‌ঝে সৌন্দর্য ছড়া‌তে;
চে‌য়ে‌ছিলাম ফু‌লের ম‌তো হ‌তে
মৌ-মৌ সুঘ্রাণ সবার মা‌ঝে বি‌লো‌তে;
সৌন্দর্য ছড়া‌নো হয়‌নি আ‌জও
ডানা মেল‌তে পা‌রি‌নি ব‌লে।
সুগন্ধ বি‌লো‌তে পা‌রি‌নি আজও
ক‌লি হ‌য়ে র‌য়ে‌ছি ব‌লে।
নিরন্তর প্রচেষ্টা, ‌নিরব তপস্যা‌ চলমান
মম, এক‌দিন মনুষ‌‌‌‌্য দলসহ হ‌বে উড্ডয়ন;
‌জীর্ণতা ঝে‌ড়ে দীনতা পি‌ষে হবোই প্রস্ফুটন,
সকল পাঁপ‌ড়ি মে‌লে খুশ‌বোতে মাতা‌বোই ভূবন।


০৬ ফাল্গুন ১৪২৯
১৯ ফেব্রুয়া‌রি ২০২৩
চট্টগ্রাম