কতো আর বাইবো তরী ছেড়া পালে ঠেকে না হাওয়া
পায় না জোয়ার ক্লান্ত নাও ।  লজিং থেকে রাজবাজারের
অলিগলি মাড়িয়ে পৌছে যাই রসদঘরের দীর্ঘ লাইনে
সাড়া দাও সাড়া দাও প্রভু আমি ক্লান্ত, বড় ক্লান্ত।    


অফিস থেকে থানাহাজত, কোর্টকাচারী, দুঃখের আদালত পেরিয়ে
শেষতক বের করি আল্লখেল্লায় ডুবে থাকা তুখোড় গলাবাজ
ভন্ড উকিলের জারজ আস্তানা ।


লজিং থেকে অফিস, থানাহাজত, কোর্টকাচারী, চোরের আস্তানা
রসদঘর, বিদ্রোহী প্রেমের সিঁড়ি বেয়ে আমি ক্লান্ত, বড় ক্লান্ত  
একটু শাস্তি চাই, একটু ছায়া চাই, একটু নিরোগজল দাও
কতোকাল আমি অঞ্জলি পেতে দাঁড়িয়ে আছি তোমার দরবারে    
প্রভু সাড়া দাও সাড়া দাও আমাকে হতে দাও শাস্তির কপোত ।