তত্ত্ব করেছে দ্বিধাবিভক্ত;
ডিম-মুরগির বিতর্কে
ভোক্তা চরম বিরক্ত।
সেদিন জেগেছিল মনে
হাজারো স্পর্শকাতর প্রশ্ন,
উত্তর লুকানো তত্ত্বের বেড়াজালে;
খুঁজতে খুঁজতে অনুসন্ধানকারী হয় রুগ্ন।
মানুষ প্রতিষ্ঠা করেছে তত্ত্ব
কল্যাণের তরে,
তত্ত্বের অকার্যকারিতায়
তাত্ত্বিক আজ ডরে।
বাস্তবতার কাছে হেরে গেছে তত্ত্ব,
ভুলের পথ হয়েছে প্রশস্ত;
বিজ্ঞজন আজো গবেষণায় রত,
আপামর জনতা ভুগছে অবিরত।
যার তরে আলোর খোঁজ,
সে আজ হয়েছে নিঃখোঁজ;
ভুলো না তত্ত্ব-কথা,
আঁধারেতে আছে ব্যথা!