নিশচুপে থেকে গেল
ঘুমের ছোঁয়ায়, অশরীরী
কিছু ছায়া আর মায়া;

কিছু দোষ
উন্মুক্ত সমুদ্রে – বিকেলের বাতাসে
জলছবির মত ফিরে আসে
আর কিছু দোষ
শাস্তি নিয়ে,
ঢেকে থাকে – অজ্ঞাতবাসে।

যারা প্রথম দেখল,
ঝড়ের ওপারে গিয়ে তারা
পৃথিবীকে দু-ভাগ করতে
লজ্জা পেল।
আর তাই, ঘুমের ছোঁয়ায় – অসহায়
নিশচুপে থেকে গেল।