আধছোঁয়া মন
জটিল জীবন
এক–একটা অধ্যায়।
ফাঁকি দিলো কি?
কোনটা সহজ
পাইনা খেয়াল সবটায় –


এক পায়ে ঠিক
কোন পায়ে ফাঁদ!
যা জানিনা জানব না।
ইচ্ছে হলেই,
ছিঁড়ুক কেতাব
জানার হদিশ মানব না।


নিজেই গড়ব
নিজেই ভাঙব
রাখব, বীজ চিন্তার –
আমার কবিতা
আমারই গান
নষ্ট হোক বারবার।


ছন্দ উঠবে
আশার খাতায়,
ছন্দ পুড়িয়ে মারব।
শুনছি – লিখব
পড়ছি – উঠব
জীবনটা মোর কাব্য।