"হারাধনের একটি ছেলে
কাঁদে ভেউ ভেউ
মনের দুঃখে, বনে গেল
রইল না আর কেউ" -
যোগীন্দ্রনাথ সরকার এর প্রতি শ্রদ্ধা সহকারে -


“হারাধন-এর দশটা ছেলে।” –


শিশু তারা, কম বয়েসে
পেয়েছে বাঁচার আঁচ।
বাঁচবে তারা ভীষণরকম!
ভাববে না, সাত–পাঁচ।


হারাধনের চিন্তা ভীষণ
এটাই রোগের ধাঁচ।
জটিল – কুটিল, স্বাধীনতায়
বাঁচবি কি করে? বাঁচ!


বাঁচার আশা ভীষণ রকম।
যেই না লাগলো, প্রাণ-এর ছোঁয়াচ!
হারাধনের সব ছেলেরই
একই দশা - দুর্দশার, বারোটা-পাঁচ।


হারাধন -


প্রথমটা গেল, অবহেলায়।
পরেরটা শেষ, মজার ঠ্যালায়।
শান্ত যেটা উবে গ্যলো, আর
উড়ছিল যেটা, পড়ল ঝটকায়।


বোদ্ধা-টা শেষ, বিনম্রতায়।
বিজ্ঞ, ডুবল খেরোর খাতায়।
ভারিক্কী-টা গুমঘরে গ্যলো, আর
ফেউ হয়ে গ্যলো, অসহায়।


বোকার মরণ, নির্বুদ্ধিতায়।
আর, যেটা ধাক্কা খেল মাথায়,
সটান সেটা পাগল হোল।
মরল, সবচেয়ে সহজ উপায়!