মুহূর্তগুলি হয়ে যাক
কোন দিকভ্রান্ত সমুদ্রে
প্রাক-ঐতিহাসিক গাছের পাতার – সবুজ।
আর, আমি শুষে নেব
মুহূর্তগুলির তফাতে সময়ের হলকা।
না হয়, বর্ণসংকর যারা
কুৎসা ছড়াক ঘাসেদের জড়তায়।


মুহূর্তগুলি হয়ে যাক
আকা-বাকা বাতাসে
কেঁপে ওঠা কবিসত্তায় – রাত্রিলক্ষণ।
আর, আমি ময়লা রঙের রোদে
শরীরী ভাষায় নষ্ট করব, সব সম্ভাবনা।
সেখানে, মুহূর্তগুলি নিঃসাড় বর্ণহীন থেকে বদলে
পায়ের তলায় ফেলবে গাঢ় ছায়া।