যদি পাখি হও, তোমার অলঙ্কার,
সুর দেবো - দেবো নীলাকাশ
আমার অহঙ্কার -
বাসা নিয়ো না।


যদি ফুল হও, পবিত্র অনুভূতি
সুগন্ধে - পূর্ণ করব প্রাণ
নান্দনিকতায় পূর্ণারতি,
মালা হোয়ো না।


শূন্য কোন গিরিতটে,
স্নিগ্ধ নিরালায়ে - একাকী, গোধূলি বেলায়
দেবো অঞ্জলি -
দীপ্ত করব ভালোবাসা।


যদি ঈশ্বর হও, ঐশ্বরিক প্রণয়
ভক্তিতে - করব পূর্ণ নিবেদন,
আমার প্রশ্রয় !
পূর্ণ ভিক্ষা নেব।


যদি শান্তি হও, স্থির
ত্রান নয় - উপেক্ষা দাও আমায়,
ত্যাগ কর আনন্দেই
নইলে দুঃখে চলে যাব।


হাওয়ায় উড়ছে পালক
তোমাকেও করছে চুম্বন - অসংলগ্ন আচরণ,
ছন্নছাড়া বাউন্ডুলে!
মুগ্ধ করব ভালোবাসা।


যদি সংশয় হও, ভাবনাহীন।
সরাসরি - আক্রমণ কর।
দামাল হাওয়ায় বিস্ফোরণ -
ছিন্নভিন্ন হোক সম্ভ্রম।


যদি লজ্জা হও, তোমার ভূষণ।
নিভৃতে - মহৎ প্রাণের দীপ
জ্বালাও, আরও জ্বালাও
বিরহ অথবা প্রেম!


স্মৃতিতে ভিজব, দুঃখে লিখব,
আনন্দে করব দান - যা কিছু সন্মান
আকাঙ্ক্ষাবিহীন!
সত্য করব ভালোবাসা।


যদি মোহ হও, সাবধান
মন অস্থির - আবেগহীন প্রাণ
সন্নিকটে পরিবর্তন।
দোষ নিয়ো না!


যদি প্রেম হও, চিরন্তন নেশায়
এলিয়ে দেবো মন - স্বপ্নে ধরাব রঙ।
নচেৎ, উড়ে যাব!
বাধা হোয়ো না।