হঠাৎ, বৃষ্টি এলে আমরা
আজও সেতুর মধ্যিখানে
শাপমুক্ত নিদর্শন হয়ে যেতে পারি।
অবাক পাথরেরা তখন জল দেখে,
পৃথিবীকে মন্ত্রণা দেয়
গিরগিটি হয়ে যেতে।


তাই, এক এক দিন আমরা
পৃথিবীর ত্বকের শুষ্কাংশে
একরোখে মরুঝড়ের ছবি আঁকি।
সহানুভূতিদের চোখের কোটরে
তখন, বেশ কিছু শব্দ জমা হয়,
উষ্ণ, আদ্র ও পিচ্ছিল।


তারপর, ভোর হলে আমরা
মেঘেদের উত্তাপ দিই,
বুক ভেঙে ভেঙে মাটিদের উদ্ধার করি।
ফলে, গাছেরা আবার বেড়ে ওঠে,
আর তাদেরই সেতুতে দাড়িয়ে
আমরা আবার –
শাপমুক্ত নিদর্শন হয়ে যাই।