তোমার তরী দূরের পানে
        শুরু করেছে যাত্রা।
আমার তরী ঘাটে বাঁধা
       দেয় না কোন বার্তা!
                         যখন জোয়ার আসে ফুলে,
                         আমার তরী একটু দুলে;
আবার জোয়ার গেলে পরেই
        হয়ে যায় সে শ্রান্ত।
আমার তরী ঘাটে বাঁধা
       রয় সে কেবলই ক্লান্ত।
                        তোমার তরী নবীন পালে,
                        মিলায় তাল দূরের তালে।
আমার তরীর জীর্ন দেহ
       জীর্ন তার হাল।
বাঁধা ঘাটে  দাঁড়িয়ে কেবল
       গুণে যাচ্ছে কাল।