ছোট এক বনভূমি
         মায়ায় ছাওয়া গৃহ,
প্রাচীন এক বৃদ্ধা ছাড়া
        আর থাকবে না কেহ।
রাতের বেলা বাঘের ডাকে
       মেতে উঠবে বন,
চাঁদের আলোয় ফিরে পাবে
       ছায়ারা জীবন।
শুকনো সব পাতার স্তুপে
       প্রেমিক নাগ-নাগিন,
পৃথিবীর থেকে দূরে সরে
        থাকবে প্রেমে লীন।
ছোট এক হরিন শিশু
         চাঁদের আলো মেখে,
আলো ছায়ার বনো পথে
        ছুটবে এঁকেবেঁকে।
বন্য ফুলে করবে নৃত্য
       ভ্রমর-ভ্রমরী এসে---
সে সব এখন রূপকথা
       সভ্যতার গ্রাসে!