রোজ যাই মন্দিরে ,
          রোজ দেখি দেবতা,
রোজদি ফল দুধ
          ফুল বেল পাতা।
রোজ দেখি দু-পথে
          বসে আছে কারা,
বোঝা ভার বেঁচে আছে,
          না গেছে মারা?
গায়ে তার ছেঁড়া শাল
          শুকনো মুখ।
এক টাকা ছুঁড়েদি,
          যদি ফাটে বুক।
পেট গুলো ফুলাফুলা,
           তবু নেই ভাত;
দাও বাবু , দাও বাবু
           করে দিন রাত।
''দাও বাবু , দাও বাবু''---
           কত বাপু দিবো?
দেরি হলে বেজ আছে
           মন্দিরে যাবো!