ছোট এক আতা গাছ ছোট তার ডাল,
কত পাখি আসে যায় সকাল বিকাল।
আকাশের সাদা মেখ উঁকি মেরে যায়,
ছোট পাতা উড়িয়ে মৃদু বাতাস বায়।
স্কুল ফিরা ছেলেদের ছোট ছোট দল,
তুলে নেয় পাতা তার,তুলে নেয় ফল।
প্রভাতের আলো এসে পাতার উপর,
বিবর্ধিত করে যেন জীবনের স্তর।
রাতের স্তব্ধতা মাঝে উঁকি মারে একা,
আন্ধার পৃথিবীর সে হয় যেন সখা।
চুপচাপ দাঁড়িয়ে সে চেয়ে থাকে দূরে,
রাতের আন্ধার মেখে পাতা তার ঝরে।
ঝরে ঝরে বলে তারা,যেন  সারা ক্ষণ---
''এক দিন তোমারও তো আসিবে মরণ।''