ঘুমপাড়ানি মাসি-পিসি আমাদের কাছে থাকো,
খালি পেটে জেগে থাকা বড্ড যন্ত্রণাকো।
                   দিনের বেলা মিলের কলে কিংবা ঐ ভোলার গ্যারাজে,
                   দিন চলে যায় কাজে কাজে।
                  রাতের বেলা আকাশ তলে,শুয়ে ঐ ফুটপাতে;
                  পেটের ক্ষিদা উঠে মেতে।
থাকতে পারি নাকো!
                  বড় রাস্তার পাশে,সুমিদের ঘরে,না যদি যাও তুমি;
                  তাও ঘুমিয়ে যাবে সুমি।
                  ওর আছে বাবা-মা আদর করে খাওয়ায়।
                  বড় স্নেহে বড় যত্নে তাদের পাশে শুয়ায়।
                 আমাদের তো নেয় কো বাবা-মা,নেয় কো আপন জন।
                  ছোটো আছি তবু আমরা বড় হয়ে গেছি এখন।
খালি পেটে জেগে থাকা বড্ড যন্ত্রণাকো।