একশ বছর এমনি করে
        কেটে গেছে তার,
বুকের ভিতর স্বপ্ন জ্বলে
        পেটে অনাহার।
জানালার পাশে বসে থেকে
        চেয়ে থাকে দূরে,
রাতের বেলা মেতে উঠে
       রহস্যময়ী সুরে।
দেখতে থাকে আপন মনে
       গাছের ঝরা-পাতা।
পাশের টেবিলে পড়ে থাকে
       কবিতার এক খাতা।
জীবনের সব সুখ-দুঃখ
       যেন সেটার ভিতর,
সঞ্চিত হয়ে আছে
       হয়ে কবিতার স্তর।
আপন মনে দেখতে থাকে
       তারাদের খেলা,
আকাশ পানে খুঁজে বেড়ায়
       ছোটো ছেলে বেলা।
আজও যখন বেজে উঠে
       রাখালের বাঁশি,
কোথার থেকে শৈশব প্রেম
       আসে ভাসি ভাসি।
ব্যর্থ প্রেম ব্যর্থ জীবন
       ব্যর্থ যেন সব,
তবু তার মনের ভিতর
       নেই যে কোন ক্ষোভ।
সুখী সে কাশ দেখে
       সুখী দেখে ফুল,
সুখী দেখে ভোর বেলা
      শিশির ভেজা কূল।
সুখী দেখে গ্রামের পথে
      উড়ে যাওয়া ধুলো,
সুখী দেখে বনের ভিতর
      ছোট কুঠির গুলো।
সুখী সে নীল আকাশে
      সাদা মেঘ দেখে,
সুখী সে জীবন পথে
      জীবন কবিতা লিখে।