বালি আর লবণের
       মিশে থাকা ঢেউ,
আমরা ঢেলে যাই
       দেখেছ কি কেউ?
তোমরা তটের কাছে
        দাঁড়িয়ে কেবল,
সমুদ্রের ঢেউ দেখ
        আর দেখ জল।
মনে বেশ মজা পাও
         সমুদ্র দেখে,
কখনো কি চেয়েছো
        আমাদের দিকে?
ছোটখাটো দেহ গুলি
        রৌদ্রে যায় ঘেমে;
অনন্ত সমুদ্রের ঢেউ
         ঠেলি না থেমে।