দাদু ছুটে দাদু ছুটে পাগলামি নয়,
প্রাতঃকালে উঠে পড়ে ছুটতে যে হয়।
পাশে ছুটে মোটা-সোটা রাগী এক লোক,
নাক খানা লাল তার গোল গোল চোখ,
যত ছুটে তত জোরে ভুড়ি তার দুলে।
কুকুরের দল গুলো ঘুমে হাই তুলে।
গাছ থেকে দুলে দুলে ঝরে পড়ে পাতা।
রোগা এক লোক ছুটে হাতে নিয়ে ছাতা।
শহরের কোন ঘেঁষে চলে যায় গাড়ি,
কিছু লোক ঘুমে ঢুলে সেঁটে দিয়ে বাড়ি।
কিছু লোক হাতে নিয়ে কুকুরের ছানা,
যত ঘামে তত ছুটে থামা যেন মানা।