তুমি কি দেখেছ ঈশ্বরকে?
           আমি দেখেছি!
পাথরের ব্রিজ তার উপর শীতল কুয়াশা
   পৃথিবীকে ঘুম পাড়িয়ে রেখেছিল....
নীচে বয়ে চলা নদীটার পাশের ধূসর
   গাছগুলো যখন ব্যস্ত ছিল
নিজেদের সবুজটুকু
    ছিনিয়ে আনার কাজে
তখনো জেগেছিল শিশুটি;
মানুষের তৈরি ব্রিজটার উপর
          সন্ধান করছিল মনুষ্যত্বের---
কিছু পড়ে থাকা খাবারের ঠোঙ্গার ভিতর!


রাত জাগা তারাদের ঘুম চোখে নিয়ে
     যখন ব্রিজের ওপ্রান্ত থেকে
হেঁটে আসছিল বৃদ্ধ ঝাল মুড়ি বিক্রেতাটি,
   তখন তাকে বড়ই সাধারণ লাগছিল!
দরিদ্রতার সপ্তমসীমা অতিক্রম করা তার অবস্থা!
অনেকক্ষণ ধরে সে পথ শিশুটির
      ব্যর্থ ব্যস্ত কাজ দেখে
এগিয়ে দিল নিজের জন্য আনা
     ঝাল মুড়ির ঠোঙ্গাটি......


খুবই সামান্য ঘটনা
          কিন্তু এভাবেই
শত ঈশ্বর জন্মনেয় ক্ষণিকের জন্য,
আবার হারিয়ে যায় সময়ের গহ্বরে!
আর আমরা তো শুধু বলি,
      চলো ঈশ্বর কণা খুঁজি......