লাইট হাউজটি পড়ে আছে
               গভীর সমুদ্র মাঝে,
অনেক পুরনো এই জিনিসটি
               আর লাগে না কাজে।
ভেঙ্গে গেছে তার আলোর ঘর,
               ভেঙ্গে গেছে দেয়াল।
জাহাজ গুলো আর আসে না
               তুলে তাদের পাল।
সমুদ্রের নিঃসঙ্গ ঢেউ
               ধাক্কা মারে এসে,
মাঝে মাঝে ক্লান্ত সিগল
               তার দেয়ালে বসে।
গতির পৃথিবী মাঝে
               যেন সে স্থীর।
ভুলে গেছে সৈকত রেখা,
               ভুলে গেছে তীর।
ধীরে ধীরে শৈবাল গুলো
              করছে তাকে গ্রাস,
গুণে যাচ্ছে আপন মনে
             অনন্ত কালের শ্বাস।