'লুপি লুপি কুচকা' খেতে দেয় ফুচকা,
চপ দেয়,মুড়ি দেয়,হাসি মুখ মুচকা।
সুরে সুরে গান গায়,ধিন ধিন নাচে;
ছোট ছেলে দেখলেই পুরে নেয় কাঁচে।
উঠে উঠে আসে সে,বহু দূরে ঘর,
রাগিও না মোটে তাকে মেরে দিবে চড়।
ঘুরে ঘুরে বায়ু ধরে ফিরে ফিরে চায়,
জোনাকী ধরে ধরে হেসে হেসে খায়।