তাড়াতাড়ি ঘুমিয়ে যাবি শশী কিংবা কান্ত,
মদন দাদু ঘুমিয়ে গেলেই,ঘুমের ঘোরে জ্যান্ত!
রাতের বেলা হতাক পতাক শুনতে যদি পাস,
ভুল করে ভাই কম্বল থেকে বাইরেতে না চাস।
ভূতের ভয় তুচ্ছ হয় মোদের মদন দাদুর কাছে,
তাড়াতাড়ি ঘুমিয়ে যাবি নইলে বিপদ আছে।
সরু সরু শরীর তার,পেঁচার মতো গোঁফের জোড়া,
তবু যেন ভয়ানক রাতের বেলা মদন খুড়া!
ঘড়ির কাঁটা যখন ছোঁবে বারোর ঘর আর পাঁচ,
মদন দাদু দাঁড়িয়ে দিয়ে,ঝপাং ঝপাং নাচ!
লোকে বলবে ঘুমিয়ে আছে,তুমি বলবে বাপরে!
ভয়ানক সেই রাতের বেলা ভূতের মতো লাফরে।
তাড়াতাড়ি ঘুমিয়ে যাবি শশী কিংবা কান্ত,
মদন দাদু ঘুমিয়ে গেলেই,ঘুমের ঘোরে জ্যান্ত!