রাস্তা দিয়ে যখন সে
           হেঁটে যেত ভোরে,
আমার সমাজ তখন তাকে
           সরিয়ে দিত দূরে।
ছলছল তার চোখের দৃষ্টি,
           উদাস ভরা মন;
আমার সমাজ তাকে দেখে
           পাগলী বলে এখন।
আমার সমাজ ভুলে গেছে
           সেই রাতের কথা---
সেই অত্যাচার,সেই চীৎকার,
           সেই অশ্লীলতা।
যে লোকটি মুখোশ পরে
           ঘুরে বেড়ায় পথে,
আমার সমাজ সব জেনেও
          কাছে তাকে ডাকে।