কোন দিন দেখেছ কি রাত জেগে তুমি,
তারা নেই আকাশেতে জলে ঢাকা ভূমি!
ব্যাঙগুলো ডেকে যায় জেগে সারা রাত,
বৃষ্টির টুপ টুপ পাড়া করে মাত।
শিউলির ফুল গুলো জলে ভেসে যায়,
আলো মেখে উঠে জেগে কখনো হারায়!
গাছগুলো নেচে নেচে স্নান করে জলে;
কত দৃশ্য চলে যায় আঁধারের তলে।
হেঁটে যায় যে লোকটি জলে ভিজে ভিজে,
আজ যেন সে জাদুকর,জানে না নিজে।
রাস্তার আলো গুলো জ্বলে আর নিভে,
থেমে থেমে আলো দেয় আঁধারের ফ্রেমে।
কত কিছু যায় দেখা,কত কিছু ঢাকা,
রাতের এই বৃষ্টি, কত মায়া মাখা!



*** অনেক দিন পর শ্রদ্ধেয় কবি কবীর হুমায়ূনের প্রেরণায় ছন্দ দিয়ে কিছু লেখার চেষ্টা করলাম,তাই এই ক্ষুদ্র কবিতাটি পরম ভালোবাসার সাথে তাকেই উৎসর্গ করলাম!