ঝরে ঝরে পড়ে জল বসে আছি ঘরে,
কালো রেখা দেয় দেখা মেঘেদের স্তরে।
কিছু হাঁস কাদা জলে এক মনে খেলে।
অতীতের কত কথা মনে ছায়া ফেলে।
কিছু চাষী হাসি মুখে চারা নিয়ে যায়,
বরষার মৃদু জল আসে জানালায়।
ফাঁকা ঘর একা আমি আঁধারেতে ভরা,
বৃষ্টির নেশা লেগে হেসে উঠে ধরা।
কত কাজ আছে বাকি তবু আছি বসে,
কিছু স্মৃতি ফিরে ফিরে বারে বারে আসে।
আনমনে জানালায় চেয়ে থাকি দূরে,
কিছু গান বেজে উঠে বরষার সুরে।