এই ধরাই আমার স্বর্গ,  
            মানব দেবতা।
এই খানেই তো বইছে দেখো
            প্রাণের সরলতা।
এই খানেই তো সুখ-দুঃখ
            খেলে জীবন তীরে।
এই খানেই তো নন্দিত মন
            রয় নন্দিকে ঘিরে।
এই খানেই তো মানসী
            কয় কত কথা।
এই খানেই তো ছড়িয়ে আছে
           সুন্দরের নিরবতা।


জানি না কোন পূণ্য বলে,
এসেছি এই ধরার কোলে।
ওরে জীবন কর খেলা
সকল চিন্তা ভুলে।
ওরে নয়ন চেয়ে থাক,
ধরার রূপের পরাগ মাখ।
মানস তুই মিছে কেন
         স্বর্গের কথা ভাবিস,
এই তাই তো স্বর্গ ওরে,
         স্বর্গেই তো আছিস!