অভাবে  দু'মুঠো ভাত খেতে পাই না
তোমার ঈদের কোরমা পোলাও চাই না
একদিনের খাবার খেয়ে আমার কি হবে ?
বাকি দিনগুলো আমার কেমন যাবে ।
দু'বেলা দু'মুঠো ভাত খেতে দাও
চাই না তোমার কোরমা পোলাও
ধনীরা পেঠ পুরো  খেয়ে নাও ।


চাই না তোমার কোরমা খানা
চাই না ঈদের নতুন জামা ।
ঈদ তো আমার প্রতিদিন
অন্ন,বস্ত্রের জন্য ঘুরি রাতদিন ।
আমার ছেড়া জামা নিয়ে নাও
আমাকে প্রতিদিন ভাত খেতে দাও ।


চাই না তোমার যাকাত খড়ি
চাই তোমার  প্রতিশ্রুতি
আমি যেন খিদে না মরি।
একটু বাঁচার আকুতি
বৃত্তশালীর সহানুভূতি ।


একটু দয়া, একটু মায়া
বদলে যাবে জীবন কায়া।
ঈদটা আমায় কষ্ট দেয়,
ঈদটা আমায় কাদায়
গরীবের ঈদটা আমায় নিরালায় ভাবায় ।-------