যাচ্ছি গো ' মা ' বহুদূরে
আকাশ পথে উড়ে।
পাখির মত ডানামেলে
পংক্ষী রাজে চড়ে।


পংক্ষী রাজের আছে ডানা।
রাগ করোনা লক্ষী ' মা '
করোনা তুমি মানা।


আসবো আবার, তোমার কুলে।
ধরবো ঝুলে,তোমার গলে।


আর যাবো না তোমায় ছেড়ে
তুমি ছাড়া বাছবো কেমন করে।
তোমার মতো আপন মাগো
নেই কোনো জন, কোনো ক্ষণ ।
তুমিই আপন, তুমিই স্বজন
তুমিই সারাক্ষণ,তুমিই সারাক্ষণ ।
--লন্ডন থেকে প্রকাশিত- -'''''''