মজার দেশের মজার শহর
লন্ডন তার নাম।
এই শহরের ঘর বাড়িতে
অনেক অনেক দাম।


জ্ঞানী গুণী মানুষ গুলোর
এই শহরে বাস।
এই শহরের মানুষ গুলো
করে না কোন চাষ।


উঁচু নীচু পাহাড় সমান
ইট গ্লাসের  বিল্ডিং।
রাত দুপুরে এই শহরে
চলে অনেক ফিল্ডিং।


মজার শহর লন্ডন শহর
সব রকমের ভালো।
রাত দুপুরে এই শহরে
ছড়িয়ে থাকে আলো।
এই শহরের মানুষ গুলো
দেখতে সাদা কালো।
এই শহরের নিয়ম কানুন
অনেক অনেক ভালো।


এই শহরে কেউবা এসে
কিনে বাড়ি গাড়ি।
কারো জীবন জুড়ে থাকে
এই শহরের নারী।


এই শহরের মানুষ গুলো
পাতাল রেল চড়ে।
যখন তখন এই শহরে
শিলা বৃষ্টি ঝড়ে।


মজার শহর লন্ডন শহর
কোথাও নেই ফাঁকা।
এই শহরের রাস্তা গুলো
দেখতে ভীষণ বাঁকা।
এই শহরের ময়লা গুলো
যায় না সহজে দেখা।
কাজ ছাড়া এই শহরে
চলে না জীবন চাকা।


শহর ঘেঁষা টেমস নদী
টেমসে চলে সিপ।
মজার শহর লন্ডন শহর
ছোট্ট একটা দ্বীপ ।


এই শহরে বাস করেন
ইংল্যান্ড দেশের রানী।
মজার শহর লন্ডন নিয়ে  
আছে  অনেক বানী ।
এই শহরের ইতিহাস
আমরা সবে জানি
ইতিহাস জুড়ে আছে
টেমস নদীর পানি ।


টাওয়ার ব্রিজ দাড়িয়ে আছে
টেমস নদীর উপর।
এই শহরে মানুষ গুলো
ঘুরতে আসে জব্বর।---------