অনেকদিন ধরেই প্ল্যান ছিল
দেখা করবো পুরোনো রুমমেটের সাথে
সিঁধে যাবো ওর বাসায়
সোমবারেতে অফিস থেকে ফিরে
সময়মতো ওর ভাড়া ফ্ল্যাটে
যথারীতি পৌঁছে দেখি
বন্ধুর নতুন রূমমেট দাঁড়িয়ে পাশে
বিছানায় বসা বন্ধু আমার কাঁদছে , একি!
গম্ভীর মুখে নতুন রুমি
বললো, বাইক চালিয়ে একটি ছেলে
বয়স হবে একুশ কি কুড়ি
হাত দিয়ে মেরেছে সজোরে, বন্ধুর বুকে
কিংকর্তব্যবিমূঢ় বডড কঠিন শব্দ
তার মর্ম বুঝেছে একটু আগে
ভাঙা বিশ্বাস ঘুরছে অবাধ
ওর আয়ত মলিন মুখে
জিজ্ঞেস করতে বললো মেয়ে
'এতো হিংস্রতা কেন ?
হাত দিতে চায়ে তও বুঝি, মারলো কেন?
মায়ের দুধ কি ও পায়নি কোনো দিন ও ?'
বলা বাহুল্য, রেগেই ছিলাম খুব
তবুও মা এর কথা শুনতেই দুঃখ হলো মনে
সবার সামনে কাঁদতে নেই
তাই চুপিসারে বেরিয়ে গেলাম অন্য ঘরে
'আমার কাছে যদি তখন থাকতো কিছু',
শুনতে পেলাম পাশের ঘর থেকে,
'একটা স্কুটি ও একটা ছুরি
ধরতাম ওকে, বুকেই আঘাত করতাম বাড়ে বাড়ে '
অহিংসায়ে বিশাসী আমিও হাসলাম একটু,
মহাভারতের যুদ্ধ হোক বা হোক রামায়ণের,
প্রতিহিংসা ভুল ছিল না, আজ ও ভুল নয়
যদি তা মেয়েদের রাখে মান, এনে দেয় ন্যায়