গেল,সে চলে গেল অজানা কোনো রাজ্যে
মুক্তি ছিল,আশা ছিল,ছিল শান্তি তার সাম্রাজ্যে
বদ্ধ আজ ডাইরির চাপে কাঠগোলাপের সাথে
কাঠগোলাপটিও সত্ত্বাহীন আজ হ্যামলেটও হাসে
আসে না আজ কোনো লেখা চিন্তা তালাবদ্ধ
হতাশা,নিরাশার কালোছায়ায় বিষন্নতার গন্ধ
সত্যের জন্য কলমটি আজ উঠে না কারোর হাতে
অত্যাচারিতরা বাচার তাগিদে কলুর বলদের মতো খাটে
"সত্যের দ্বার আজ বন্ধ নয়,খোলা আছে" বলে বটে
খাচায় বন্দি ফ্যালকনও গগনগামী হবে না মোটেই
সভ্যতাকে গড়ে যারা তারা পায় না নায্য মূল্য
তাদের প্রাপ্য অধিকার দিলে হবে কি দম্ভ ক্ষুন্ন?
কলম আজ উঠে না হাতে,নেই সত্যের কালি
মোড়লরা স্লথস্বরুপ,শুধু টাকার ঘট করে খালি
মানবতা আজ বাজারে মেলে দাম খুবই সস্তা
ইচ্ছা হলেই কিনতে পারে ভরে আপন বস্তা
মাছের তেলেই মাছ ভাজা,লাথি মেরে গরু দান
ঘুষের টাকায় দান করে,বাড়ায় মান সম্মান
চারিদিক আজ বড়ই আঁধার, স্বার্থের ছড়াছড়ি
কেউ করে বিলাসিতা কেউ অনাহারে যায় মরি
অধিকার আজ কে দিবে তাদের?
                       কবে জ্বলবে আশার আলো?
কে লিখবে তাদের হয়ে?
                         কে করবে তাদের ভালো?