ইচ্ছা  জাগে    ইচ্ছা  জাগে
ছুটবো আমি হাওয়ার বেগে,
ইচ্ছা  জাগে  বলবো জোরে
থাকবো  নাকো  বদ্ধ  ঘরে।।
স্বর্গ - মর্ত্য - পাতাল  ফেড়ে
ছুটবো  আমি  অচিন  পুরে,
সামনে আমার যেইবা আসুক
পড়বে  যেন  ছিটকে  দুরে।।
ইচ্ছা  জাগে   অনল  হয়ে
দেখবো  ধরা  ধরবো ছুয়ে,
পায়ের ধুলোয় পুড়বে সবি
বিজয়  মালা  গলায়  নিয়ে।।
ইচ্ছা  জাগে  রকেট  হবো
অসীম দিশায় অনেক দূরে,
আলোর বেগে ছুটবো আমি
গ্রহ   থেকে   গ্রহান্তরে।।
ইচ্ছা  জাগে  কবি  হবো
জ্ঞানের অসীম জাল বিছাবো,
মন   চাইলে   অল্প  আদ্য
কাব্য  ধারায়  মন  হারাবো।।
ইচ্ছা  জাগে   ইন্দ্র  হবো
মায়ার অসীম  জাল বিছাবো,
সব  কাজেতে  হাতটা  রেখে
ধরায়  আমি অমর  রবো।।


♦♦♦♦♦♦♦♦♦♦


রচনাকাল: ২৮-০৪-২০১৭ ইংরেজি,
সামন্তা, মহেশপুর, ঝিনাইদহ,
          বাংলাদেশ।।