বাবা তুমি ছিলে বলে,
      আমি সেই ছোট্ট ছেলে,
হয়েছি আজ মিল্টন;
      বাবা তোমার আদর্শে,
সততার দিশার স্পর্শে,
     জিতেছি আমি সবার মন।।


বাবা তুমি বলেছো আমায়,
      মিথ্যা মনুষ্যত্ব জ্বালায়,
দিয়েছো সত্যের দিক্ষা;
      তোমায় পেয়ে ধন্য আমি,
যেন তুমি অন্তর্যামী,
সতত তোমার আদর্শ-মোর শিক্ষা।।


বাবা তুমি ছিলে বলে,
     চির উদাসী এই ছেলে,
আজ সবার প্রিয় খোকা;
    তোমার বলা বাস্তবতায়,
জীবনের ওলি-গলি,পাতায়-পাতায়,
চিনেছি সবি,নেইতো উদাসী-বোকা।।


বাবা তোমার দরিদ্রতা,
     আজ আমার গর্ব;
তোমার স্নেহের পরশ পেয়ে,
সুযোগ্য হয়েছি-জয় করতে স্বর্গ।।


নিরন্তর অক্লান্ত পরিশ্রমী,
     পেশায় তুমি দর্জি;
তোমার কোলের সন্তান আমি,
     খোদা তায়ালার মর্জি।।
    
★আমার হৃদয়ের গভীরের কিছু আবেগী কথা তুলে ধরলাম।।
                     আমি ধন্য,বাবা তোমার জন্য।।


★রচনাকাল: ১৩-০৫-১৭ ইংরেজি,রাত:১২:০১।।
                          সামন্তা,মহেশপুর, ঝিনাইদহ,
                                      বাংলাদেশ।।