বৃক্ষ লাগাও বাচাও ধরা,মনুষ্যরা
বৃক্ষ বিনা রহিবে না প্রাণ যে ভুবনে
বৃক্ষ দিবে আলোকিত শান্ত বসুন্ধরা।
বৃক্ষে নিহিত প্রাণ শক্তি,ব্যতীত খরা
জীব জীবন হবে বিলীন যে ভুবনে
যদি কিনা হয় সব বৃক্ষ বন মরা।
খাদ্য,বস্ত্র, আশ্রয় সব যে বৃক্ষ দান,
যত্ন দিয়ে বাচাও সর্বদা তার প্রাণ।


বৃক্ষ বিনা ধ্বংস প্রাণী আর মনুষ্য
ধরা যেন মরু হবে,জীবন জীবাশ্ম।
বৃক্ষ বিনা জল অচল মৃত্তিকা রুক্ষ
বিলীন হবে জীব প্রাণী, ব্যতীত বৃক্ষ।
ধরা যেন হাহাকার ময়! মনে ভয়!
বৃক্ষ বিনা দিনগুলো বেশি দূরে নয়।।


রচনাকাল:
২৬-০৯-১৬ ইংরেজি।। আমি দশম শ্রেণির ছাত্র।ক্লাসে পরপর দুটি সনেট পড়লাম।।"কপোতাক্ষ নদ " আর "প্রাণ"।। সব কাজে যেমনটি করে থাকি নতুন কিছু দেখলেই অনুসন্ধান।। সনেট দুটির উপর তীব্র অনুসন্ধান চালিয়ে যে টুকু বুঝেছি তার উপর ভিত্তি করে লিখে ফেললাম দুটি সনেট।।একটির নাম "অমরত্ব" অপরটি "বৃক্ষ বিনা "।। বৃক্ষ বিনা লেখার পিছনে একটা কারণও ছিল।।স্কুলে বৃক্ষ রোপন অভিযান চলছিল তাই বিষয়টা নিয়ে লেখার একটি প্রচেষ্টা করলাম।।


★ সনেট সম্পর্কে আমার ধরণা বলতে পাঠ্য বইয়ের উপর জানার প্রচেষ্টা।। কবিতাটি আসলেও সনেটের সব বৈশিষ্ট্য বহন করে কিনা জানি না।। আপনাদের মতামতের অপেক্ষায় থাকব।।


★ মিল্টন খন্দকার - আসরের ছোট সদস্য।।