মিষ্টি  দিদির দুষ্টু  দাদা
মনটা নরম নেই তো কাদা,
মনে মনে মন মিলিয়ে
সম্পর্ক যেন মাংস আদা।


দিদির চোখে  স্নেহ কত
দাদার মনে সম্মান যত,
দাদা যদি ফুল হয়
দিদি তার সুবাসের মত।


দিদি দাদার বন্ধু ভালো
অন্ধকারে দিশার আলো,
দাদার দুঃখে দিদির চোখ
উদাস  হাওয়ার করুন কালো।


দিদির যদি সমস্যা বড়
দাদা সবি করবে জড়,
সুখের নিশান খুজতে সে যে
পরোয়া নাহি করবে কারো।


তম তিমির অন্ধকার
দাদার ভরসা দিদি তার,
সুখ দুঃখ সর্বক্ষণে
দিদির পাশে দাদা যার।


দিদির মনে একটু ভয়
দুষ্টু  দাদার অপচয়,
দিদির কথা ভাবতে দাদা
ধরার কথা ভুলে রয়।


দাদা দিদির মনের আশা
কাচা সোনার মত খাশা,
চিরদিন টিকে থাকুক
অপ্রতুল স্নেহময়ী ভালোবাসা।