প্রেম প্রেম করে ব্যস্ত জগৎ সংসার,
প্রেমের কারণে একী হাল দুনিয়ার।
প্রেমের পরিচয় আজ কেন পাপাচার,
নষ্ট হয়েছে ধরিত্রীর প্রেমময় আচার।
মহান প্রেমিক ছিল শাহজাহান মমতাজ,
প্রেম নামে ছলনা কেন হচ্ছে আজ।
কিশোর-কিশোরীও জানে প্রেমের ছলনা,
মহান জীবনি তারা কেন ভুলছে বলনা।
ছলনার জন্য আজ ফেসবুক টুইটার,
যুব সমাজ নষ্ট হতে কী চাই আর।
পাড়ার বজ্জাত আজ ফেসবুকের বস,
তারই পিক দেখে মেয়েদের মেমোরিই লস।
অনলাইন প্রেমে কেন পাগল নর-নারী,
যেদিক তাকাই কেবল সম্পর্কের ছড়াছড়ি।
ছোট বড় যুবক যুবতী যাদের বয়স শেষ,
প্রেম নামের ছলনায় মেতে আছে বেশ।
প্রেম শব্দের মানে আজ এসব কেন হয়,
অপস্বংস্কৃতি গড়েছে প্রেমের এই পরিচয়।।।



প্রেম সম্পর্কে আমার এরকমই ধারনা। তাই এ ভাবধারা ফুটিয়ে তোলার চেষ্টা করলাম।।।প্রিয়  পাঠকগণ আমার কবিতা বিষয় বা লেখনি নিয়ে মতামত থাকলে মন্তব্য করার অনুরোধ রইল।
     ""মিল্টন"'