রুপে রসে বিচিত্রা,
সবুজে ভরা,মোদের ধরা।
জীব যত লালনে,
খোদার গড়া এ-বসুন্ধরা।
হেথায়,
সুফল লাভে আজব ভাবে,
এ-মানব আজ মনহীন।
ক্ষুদ পিপাসে ভোগ বিলাসে
হায়! বৃক্ষ কাটে দিন দিন।।


কারখানার তেল ময়লা -
পড়ছে গিয়ে নদীর জলে!
আহা! ক্ষুদ্র মতি বস্তি-বাসী
দিচ্ছে প্রাণ এ দূষণ ফলে।
মানব,
এই টুকুতেই নয়তো শেষ,
পোলার আইস গলছে বেশ।
মোদের গড়া আধুনিকতায়,
ধরা হবে মরু,জীব নিঃশেষ।
তরুণ,
মোদের মাঝেই নিহিত শক্তি,
আজ রুখব সবি খরা,
'বাঁচতে হলে বাঁচাতে হবে'
চলো স্লোগান বলি মোরা।


ভাবনার উৎপত্তিঃ
নতুন কলেজে অনুষ্ঠিত সংস্কৃতি সপ্তাহ শেষে দেওয়াল পত্রিকা প্রতিযোগিতায় আমার বিজ্ঞান শাখা থেকে প্রকাশিত দেওয়াল পত্রিকা "Save Today for tommrrow"এর সম্পাদক হিসেবে সমগ্র বিষয়বস্তুর সংক্ষেপে প্রতিফলন ঘটানোর চেষ্টা কবিতাটিতে।।কবিতাটি ২০ লাইনে শেষ করতে হবে এমন সীমাবদ্ধতা ছিলো তাই অল্প-স্বল্পে বেশি ভাব প্রকাশের চেষ্টা করেছি।।।