মনের উৎসাহে আনন্দ উল্লাসে,  
                 বই পড়ি হেসে হেসে।
সাহিত্যের সাগরে,
                  মেতে আছি বেঘোরে,
গল্প গল্প মাঝে,
                   সাহিত্যের রস বুঝে,
বই পড়ি হেসে হেসে।।
                   কখনো করুণ রস,
কখনো হাসির ধস,
                   জীবনের গল্পতে,
বাস্তব জাল পেতে,
                   সাহিত্য সাগরে ভেসে,
বই পড়ি হেসে হেসে।।
                    মনিষী জীবনী  মাঝে,
কবিতার ভাজে ভাজে,
                    সুপ্ত কোনো মায়াজাল,
মোদের করেছে মাতাল,
                    তাইতো উৎসাহে,
আনন্দ উল্লাসে,    
                     বই পড়ি হেসে হেসে।
বাঙালি ও বাংলা,
                     নয় তারা অবোলা,
ইতিহাস পৃথিবীর,
                     আরও কতো মহাবীর,  
জানতে বুঝতে,
                     লাগবেনা  কোনো পীর।
লাগবেনা অর্থ,
                      মন ভরা চিত্ত,
পাশে আছে মোদের,  
                      সেকায়েপ বিশ্ব সাহিত্য।।


★লেখার তারিখ: ১৭-০৩-১৭ ইংরেজি।।


★ বিশ্ব সাহিত্য বিষয়ে লিখতে বলেছিলেন, আমার শ্রদ্ধেও স্যার শহিদুল ইসলাম।।।।
  * মিল্টন খন্দকার (কথিত খোকা কবি)*