সাবধান! সাবধান!
আসিছে তুফান,তুলে নেবে
যাকে পাবে,হও আগুয়ান।
সাবধান! সাবধান!
ঝড়ো হাওয়া বয়ে যাবে
ধ্বংসের মনোভাবে,জাগো গো জুয়ান।
সাবধান! সাবধান!
দেখ অনেক অনেক বল,
মাতাল ধরণী তল,বইছে তুফান
সাবধান! সাবধান!
মানবেনা কোনো বাধা,আজব
গোলক ধাধা, চলেছে অভিযান।
সাবধান! সাবধান!
যতই শঙ্কা পাক,শুনেছ
তাহার হাক,বন্ধ কর কান।
সাবধান! সাবধান!
দেখ ধরণীর লিলাখেলা,
সময় অসময়, সকাল সন্ধাবেলা,
ইশারায় সব হয়, তিনিই মহান।
সাবধান! সাবধান!


★৭ই বৈশাখ রাত ১২:০১।বাহিরে প্রচন্ড দমকা হওয়া।।ঘরে বসে মনোভাবের খাতাকলমে প্রকাশ।


★নতুন ভাবনার উন্মেষ,নিজের ভীতরের সৃজনশীলতা খুজে পাবার চেষ্টা। অসীম কিছু ভাবনা, অজানা কিছু চাওয়া,পাওয়া না পাওয়া মধ্যে দিয়ে বয়ে চলেছে তুফানের ঝড়ো হাওয়া।।
                                " মিল্টন খন্দকার"