দম-বন্ধ এ সময়
এই মন  ভার করা দিনে
এভাবে  কি বাঁচা যায়
একলা ঘরের কোনে !  


অনাদরে মন মরে হায়
শরীর বয়স-কালে
তোর বিরহে মরণ আমার
আসুক অকালে ।  


এই বুঝি তুই চাস?
তোর চোখের সামনে
হা হুতাশ করি
মন ক’রে উদাস ।।  


বন্ধ জানালাটা খুলে দাও
আমি তোমায় দেখতে আসি
বুকভরে শ্বাস নিয়ে
চলো মন খুলে আজ হাসি।


জানালাটা খোলা থাক না
আমি তোমায় দেখতে পাবো
মন খারাপের দিনে
হঠাৎ তোমার কাছে যাবো।    


ঢাকা। ৪ এপ্রিল, ২০১৭ ।