তোমার গান
আর
আমার কবিতা
আজ মিলেমিসে একাকার
শুধু তোমার আমার
বুকের গহীনে
একই সুর- হাহাকার।
কী এক অব্যক্ত অভিমানে
আজও দু'জনেই ডুবে মরি
কার দোষ বেশী বা কে নির্দোষ
তা ভাবি আর দূরে সরি।
কখনও ভাবি না
জীবন ক্ষনিকের
মেঘে মেঘে বেলা যায়
ভালবাসার ভেলা গো সখি
নিরন্তর বয়ে যায়।


ময়েজ ডাক্তারের গলিতে
তোমাকে প্রথম দেখেছিলাম
এই অচেনা গলিতেই আমি
মন হারিয়েছিলাম
এই গলিতে
বেলা অবেলায়
কতোবার এসেছি
আবার
তোমাকে হারিয়ে
এই গলিতেই
লুকিয়ে কেঁদেছি।


আর কতোকাল
আমরা দু'জন
অভিমান বয়ে যাবো
অতীতের সব কষ্ট সরিয়ে
আর কি বন্ধুতা পাবো !


গুয়েলফ, অন্টারিও, কানাডা