দূরের মানুষ
দূরে যাবো
সুদূর পরবাসে-
ফিরবো কি আর!
ফিরবো কেন
কোন সে মায়ার আশে?
থাকবি তোরা
পরম সুখে
ঘর-সংসার নিয়ে;
কোলাহল আর মাতামাতি
চলবে রাত্রি-দিনে।
দূরের মানুষ
রইব দূরে
এটাই নিয়তি –
মিথ্যা তোদের ভালবাসা
সখের পিরিতি।


ঢাকা। জানুয়ারী ০৪, ২০১৫