ইচ্ছে করেই বেছে নিলে এ পথ তুমি
বিকল্প যে ছিলো না মোটেও তা তো নয়
তোমার জন্য আমিও আজ বিষন্নতায়
আমার দেখানো পথেই বুঝি সকল ভয়!


আমারও তাই বদলে গেলো চলার পথ
চিরো চেনা অলিগলি আনন্দ রথ
মন খারাপ করা দিনে এখন বৃষ্টি এলে
একলা ভিজি বিষাদ মনের কষ্ট জলে।


তুমি চাইলেই আসতো ফিরে আমার দিন
তোমার একটা কথায় পেতাম ফিরে হারানো সুর
স্বপ্ন বুনি নতুন আনন্দে নতুন পথে
আমরা দু'জন যাচ্ছি হেঁটে অনেক দূর!


এসব স্বপন হয় কি পূরণ এক জনমে?
নতুন জীবন পাওয়ার আশা করি না আর
এই জীবনে না হয় যদি তোমায় পাওয়া
অচিন পথেই হাঁটবো না হয় এই অবেলা
তোমায় নিয়ে, তোমায় ভেবেই
নিরানন্দে কাটবে আমার সারাবেলা...।


মিলটন রেজা
ঢাকা। মে ১৭-১৮, ২০০৭