ধরো, যদি
‘আপনি’ করে
আর না বলি-
বা হঠাৎ যদি  
কাল বিকালে দেখ
‘তুমি’ করেই
ডাকছি তোমায় ;
অবাক হবে..!
বাধ সাধবে তুমি...?
কিংবা ধরো
আজ দুপুরে
আকাশ ফুঁড়ে
রিমঝিমিয়ে
বৃষ্টি যদি নামে
রাখবে কি হাত
ক্ষণিক-তরে
আমার হাতে ?
ভালবেসে
ভিজবে বলো
তখন আমার সাথে...।।


মিলটন রেজা।
ঢাকা। জুন ২৭, ২০১৪